Tuesday, June 25, 2013

ক্লাস ২ ( টুলবক্স এর টুলগুলোর পরিচিত) আমরা এই ক্লাসটিকে ৪ ভাগে শিখবো ১ম ভাগ


১ম ভাগ 
আজকের ক্লাস এ আমরা টুল বক্স সম্পর্কে জানবো । 
ফটোশপের টুল বক্স সম্পর্কে ভালভাবে না জেনে কাজ শিখতে বা করতে যাওয়া আর অস্ত্র চালাতে না জেনে যুদ্ধে নামা প্রায় একই কথা! এতোটা বোকা নিশ্চয়ই আমরা নই ? চলুন তবে জেনে নেয়া যাক ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে…


ফটোশপের টুল বক্সটি রয়েছে টুল বার বা টুল প্যানেলে, আর টুল বারটি রয়েছে স্ক্রীন-র বাম পাশে। টুলবক্সে টুল রয়েছে ২২ টি আর সেইসাথে রয়েছে ‘ফোরগ্রাউন্ড কালার’ ও ‘ব্যাকগ্রাউন্ড কালার।
প্রথমে এই ছবিটা ডাউনলোড ডাউনলোড করে কোন টুলস এর কি নাম জেনে নিন । জানা শেষ হলে কমেন্ট করে অন্তত বলবেন প্লিজ 

0 comments:

Post a Comment