Tuesday, June 25, 2013

ক্লাস ২ ( টুলবক্স এর টুলগুলোর পরিচিত) ২য় ভাগ


আমরা এতক্ষণ বিভিন্ন টুলস এর নাম জানলাম । এখন চলেন বিস্তারিত জানি  
ফটোশপে কাজ করার সময় একবারে শুধু একটিমাত্র টুল সিলেক্ট করা যায়। টুল নির্বাচন করতে টুল বারে প্রয়োজনীয় টুলটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করতে হবে। কীবোর্ডে কী চেপেও টুল সিলেক্ট করা যায়। টুল বারের বিভিন্ন টুলের জন্য কীবোর্ডে কী নির্দিষ্ট করা আছে। টুল বারে টুলের উপর মাউস পয়েন্টারটি কয়েক সেকেন্ড ধরে রাখলেই নামের পাশে ব্র্যাকেটে টুলটির শর্টকাট কীবোর্ড কী দেখা যাবে।

এখন চলুন,ফটোশপের এই ২২ টি টুল সম্পর্কে সংক্ষেপে এবং সহজভাবে একটি প্রাথমিক ধারণা নিয়ে নেয়া যাক। টুলের নামের পাশে ব্র্যাকেটে টুলটির শর্টকাট কীবোর্ড কী দিয়ে দেয়া হল আপনাদের সুবিধার্থে-
ছবি গুলা ৩ তা পার্ট এ দিলাম ।

0 comments:

Post a Comment