Thursday, May 23, 2013

কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই হার্ড ডিস্ক পার্টিশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ তায়ালার রহমতে আমার মত সবাই ভাল আছেন। আমরা হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য অনেক সময় সফটওয়্যার এর সাহায্য নেই। 
 আজ আমি শিখাবো কিভাবে সফটওয়্যার ছাড়াই হার্ড ডিস্ক পার্টিশন করতে হয়। 
আসুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক .......
প্রথমে আপনাকে Start  এ ক্লিক করতে হবে। তারপর Right-click on Computer. পরে Manage এ ক্লিক করুন। তারপর .......
Click Storage >

Click 
Disk 
Management >

Right click ( যেই  drive partition করবেন  ) >
Shrink volume >
wait  করুন  >
নতুন window আসলে  partition size select করুন 
( তবে অবশ্যই  খেয়াল করুন এবং হিসাব করে সাইজ লিখুন যতটুকু আপনের লাগবে )
Click Shrink. 
এর পর আপনি একাই বুঝতে পারবেন।

0 comments:

Post a Comment