Friday, August 23, 2013

IDM (Internet Download Manager) For Life Time

প্রায় প্রতিদিনই IDM (Internet Download Manager) নিয়ে কোন না কোন পোস্ট থাকেই ! 
এই পোস্ট এ দেখাচ্ছি কিভাবে নিজেরাই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে ফুল ভার্সন এ Patch(Crack) করে নিতে পারেন। 
"প্যাচ করবোনা, জটিল লাগে, ঝামেলা!"
প্যাচ করতে এক মিনিট ও লাগেনা ! উপরি আপনি নিজে নতুন কিছু শিখবেন!

অফিসিয়াল সাইট থেকে IDM ডাউনলোড করে নিনঃ
www.internetdownloadmanager.com


এবার প্যাচ ফাইল ডাউনলোড করুনঃ (212KB)
http://bit.ly/ipatchanyidm
অথবা,
http://bit.ly/ipatchanyidm2
(এই প্যাচ ফাইল যেকোন ভার্সনে কাজ করবে, আপনার আগে থেকে ইন্সটল করা আছে, কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, সেটাও এই প্যাচ দিয়ে ঠিক করে নিতে পারবেন।)

প্যাচ ফাইল এর সাথে বাংলা এবং ইংলিশ এ Readme ফাইল দেওয়া আছে, এখানেও নির্দেশনা দিয়ে দিচ্ছিঃ

1. প্রথমে, টাস্কবার এর ট্রে থেকে IDM বন্ধ করে নিন (Right Click>Exit), তারপর প্যাচ ওপেন করুন।

2. "Patch" এ ক্লিক করুন . যেখানে IDM ইন্সটল করা, সেখানে ব্রাউজ করুন, (সাধারনত : C:/Program Files/Internet Download Manager )

3. IDMan.exe সিলেক্ট করুন।

4. আপনার ফার্স্ট এবং লাস্ট নাম দিন, এবং আপনার নামে তা আজিবনের জন্যে প্যাচ হয়ে যাবে !

5. এখন IDM চালু করুন এবং উপভোগ করুন।

*** প্রতিবার আপডেট করার পরে আবার প্যাচ করে নিবেন।

৫ টা ধাপ, একবার করে ফেললে আবার করতে ১০ সেকেন্ড ও লাগবেনা ! খুব কঠিন কিছু কি ?

এই পোস্টটার লিঙ্ক সেভ করে রেখে আর কেউ সাহায্য চাইলে এই পোস্ট এর লিঙ্ক ধরিয়ে দিয়ে আপনি নিজেই সাহায্য করতে পারেন !
** Pre-Active IDM কেন নয় ? IDM কয়েকদিন পরে পরেই আপডেট করে, সবাই আবার ল্যাটেস্ট ভার্সন চান, প্রতিবার ল্যাটেস্ট ভার্সন এর Pre-Active খুজে বের করে হেল্প করাটা ঝামেলা হয়ে দাড়ায়, তাই প্যাচ করে নিতে অনুরোধ করা হলো।
পরিশেষে মনে রাখুনঃ "কাউকে একটা মাছ ধরে দিলে সে একবারই খেতে পারবে, কিন্তু তাকে মাছ ধরা শিখিয়ে দিলে সে আজীবনই মাছ ধরে খেতে পারবে।"
Categories:

0 comments:

Post a Comment