Monday, June 10, 2013

আপনার কম্পিউটার কত সময় চলছে তা জানুন খুব সহজে

=============================
উইন্ডোজ এক্সপি’তে আপনার কম্পিউটার কত সময় ধরে চলছে তা জানার জন্য Start > Run এ ক্লিক করুন। Run এ টাইপ করুন cmd। এবার cmd (Command Prompt) তে টাইপ করুন systeminfo । দেখুন কমান্ড প্রম্পটের স্ক্রীনে আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য যেমন XP ইন্সষ্টলের তারিখ, আপনার প্রসেসর, র‌্যাম, কম্পিউটার ৩২বিট না ৬৪বিট ইত্যাদি সব দেখা যাচ্ছে। এখানেই system up time নামক জায়গায় আপনার কম্পিউটার কতসময় ধরে চলছে তা দেখতে পাবেন। (আমার পিসি উইন্ডোজ ৭ এ চলছে তাই স্ক্রীনশট দিতে পারলাম না। Virtual PC টা ও সেটআপ দেয়া নেই)

উইন্ডোজ৭ এ টাস্কবারের উপর রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার আনুন। এবার Performance ট্যাব থেকে Up Time এ দেখুন আপনার পিসি কতক্ষণ ধরে চলছে তা দেখা যাচ্ছে।

0 comments:

Post a Comment