আপনার কম্পিউটারের নিরাপত্তার জন্য বা আপনার অনুপস্থিতে যাতে কেউ ব্যবহার করতে না পারে।এই থেকে আপনার ডাটা চুরি বা কম্পিউটার কে নিরাপত্তায় রাখতে পারবেন।কম্পিউটারে ইউএসবি পোর্ট বন্ধ করতে চাইলে My Computer-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Manage-এ ক্লিক করুন। এবার Continue-তে ক্লিক করে DeviceManager-এ ক্লিককরুন।
এখানে Univeৎsal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা করে Right button ক্লিক করে Disable করে দিন। তাহলে আপনার কম্পিউটারে আর Pen drive/Modem যা-ই প্রবেশ করানো হোক না কেন, সেগুলো Show করবে না, আবার Enable করে দিলে Show করবে।
0 comments:
Post a Comment